Dmudi তে এফিলিয়েট প্রোগ্রাম কি?
Dmudi তে এফিলিয়েট প্রোগ্রাম কি?
Dmudi এফিলিয়েট প্রোগ্রাম হল dmudi.com ওয়েবসাইটে থাকা পণ্যগুলো অনলাইনে প্রচার প্রচারনার মাধ্যমে বিক্রয় করে অর্থ উপার্জন করার দারুন একটি সুযোগ।
Dmudi তে এফিলিয়েট প্রোগ্রামের কমিশন কত?
Dmudi এর এফিলিয়েটরদের জন্য নানাবিধ আয়ের সুযোগ রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম প্রায় প্রত্যেকটি পণ্যের আলাদা আলাদা কমিশন হার রয়েছে। সর্বনিম্ন ৫% থেকে শুরু ১৫% পর্যন্ত কমিশন রয়েছে। এছাড়াও অন্যান্য আয়ের সুযোগ রয়েছে যা আপনাকে আনন্দদায়ক করে তুলবে।

1. Dmudi তে কেন আপনি এফিলিয়েটর হবেন?
³ Dmudi একটি দেশী কোম্পানি।
³ Dmudi তে একদম নতুনরাও এফিলিয়েটর হয়ে খুব সহজেই আয় করতে পারবেন।
³ Dmudi এর অ্যাফিলিয়েট পেমেন্ট মেথড খুব সহজ।
³ Dmudi তে অপেক্ষাকৃত কম দক্ষতা সম্পন্ন লোকজনরাও অ্যাফিলিয়েট ইনকাম করতে পারে।
³ Dmudi তে অ্যাফিলিয়েট Income করা খুবই সহজ।
³ Dmudi তে অ্যাফিলিয়েট Income একটি নির্দিষ্ট পর্যায়ে পৌছালে প্রেষণা ভাতা পাওয়া যায়।
³ Dmudi তে এফিলিয়েট আর্নিং করতে অন্য ভাষা তথা ইংরেজিতে দক্ষ হতে হয় না।
³ Dmudi তে এফিলিয়েট আর্নিং করতে কনটেন্ট রাইটিংয়ে দক্ষ হতে হয়
Dmudi এফিলিয়েট হতে কিভাবে যোগাযোগ করব?
আপনি ফোনে যোগাযোগ করতে এই নাম্বারে 096-13-826-326 কল করুন এবং মেইল করুন dmudi@gmail.com অথবা আমাদের ওয়েবসাইটে ‘সাহায্য’ মেনুতে ক্লিক করে ‘যোগাযোগ’ বাটনে গিয়ে আমাদেরকে মেসেজ পাঠাতে পারেন।
Dmudi তে কিভাবে এফিলিয়েট নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করতে হয় ?
গুগল ক্রোমে গিয়ে dmudi.com সার্চ দিয়ে Dmudi ওয়েবসাইটে প্রবেশ করুন, ওয়েব সাইটের নিচে দিকে স্ক্রল করে একদম নিচে গিয়ে এফিলিয়েট বাটনে ক্লিক করুন এবং নিবন্ধনে ক্লিক করে নিবন্ধন আবেদন ফরম পূরণ করুন।
অ্যাফিলিয়েট আইডি কতদিন পর্যন্ত Active থাকবে?
অ্যাফিলিয়েট সাবস্ক্রিপশন মেয়াদ অনুযায়ী Active থাকবে।
অ্যাফিলিয়েট সাবস্ক্রিপশন প্যাকেজ কয়টি?
অ্যাফিলিয়েট সাবস্ক্রিপশন প্যাকেজ তিনটি যথাঃ চার মাস, আট মাস, বারো মাস।
আমি অ্যাফিলিয়েট Income কিভাবে তুলতে পারবো?
মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ এবং রকেটে কমিশন নেওয়া যাবে। তাছাড়া ব্যাংকেও কমিশন নেওয়া যাবে। ইনশাআল্লাহ
অ্যাফিলিয়েট কমিশন কোন পণ্যের কত?
অ্যাফিলিয়েট একাউন্ট ওপেন করলে আপনার ড্যাশবোর্ডে পণ্য বিভাগে সব পণ্যের কমিশন বিস্তারিত পাওয়া যাবে।
ইতিমধ্যে নিবন্ধন করেছেন? লগইন
এফিলিয়েটর নিবন্ধন ফরম
- ২ দিনের ডেলিভারি
- ক্যাশ অন ডেলিভারি
- পরিশোধ পদ্ধতি