Dmudi তে ডিলার কি?
Dmudi তে ডিলার কি?
বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে Dealer Point নির্ধারিত আছে। প্রতিটি ডিলাসরর অধীনে অনেকগুলো হাব রয়েছে। হাব তাদের কাজ সঠিকভাবে পরিচালনা করছে কি না তা তদারকি করা। অর্থাৎ dmudi.com ওয়েবসাইটে যেসকল পণ্য রয়েছে সেখান থেকে গ্রাহক/ভোক্তা ছোট ও মাঝারি ধরনের ব্যবসায়িদের নিজস্ব পছন্দ ও চাহিদা মোতাবেক বিভিন্ন সময়ে যেসকল পণ্যের অর্ডার করেন। সেগুলোকে গ্রাহকের কাছে পৌছে দেয়া, পণ্য হাবে পৌছার পর গ্রাহকের সাথে ফোনে যোগাযোগ/এসএমএস প্রেরণ করে তার অর্ডারকৃত পণ্য গ্রহণের জন্য অনুরোধ জানানো এবং সেগুলো সরবরাহ করা গ্রহাকের সকল ধরনের সুযোগসুবিধা প্রদান করা। ব্যবসায় সম্প্রসারণের জন্য Dmudi নির্দেশিত বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা।
একজন ডিলার ভালো ধরনের মাসিক ইনকাম নিশ্চিত করতে পারবেন। কোন ধরনের অভিজ্ঞতা ও দক্ষতা না থাকে তাহলেও আপনি dmudi.com এর ডিলার পয়েন্ট নিতে পারবেন। Dmudi আপনাকে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করা শিখিয়ে দিবে। কোন বেকার ব্যক্তি, ব্যবসায়ী, চাকরিজীবি যেকেউ তার নিজের কাজের পাশাপাশি সহজেই একটি ডিলার পয়েন্ট পরিচালনা করতে পারবেন। যেখান থেকে কোন ধরনের মার্কেটিং খরচ ব্যতীত কোম্পানির নির্ধারিত কমিশন থেকেই আপনি ভালো একটি আয় করতে পারবেন।

Dmudi তে ডিলার কি?
Dmudi তে ডিলার হলো জেলাভিত্তিক বিজনেস পয়েন্ট । যেখান থেকে সংশ্লিষ্ট এলাকায় অনেকগুলো হাব রয়েছে, সেই হাবের মাধ্যমে Dmudi র গ্রাহক সেবা প্রদান করা হয় এবং ডিলার পয়েন্ট থেকে তা তদারকি করা হয়।
Dmudi ডিলার পয়েন্ট থেকে কেমন আয় করা যাবে?
Dmudi এর ডিলারদের জন্য নানাবিধ আয়ের সুযোগ রাখা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো প্রায় সংশ্লিষ্ট জেলা/এলাকায় যত পণ্য বিক্রয় হবে প্রতিটি পণ্য থেকে একটি নির্দিষ্ট হারে কমিশন পাবেন। এছাড়াও অন্যান্য আয়ের সুযোগ রয়েছে যা আপনাকে উৎফুল্ল করে তুলবে।
কোন কোন এলাকায় Dmudi ডিলার পয়েন্ট রয়েছে?
Dmudi তে বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে ডিলার পয়েন্ট রয়েছে। যার অধীনে রয়েছে প্রতিটি থানাভিত্তিক এক বা একাধিক হাব।
যে কেউ ইচ্ছা করলে Dmudi র একটি ডিলার পয়েন্ট নিতে পারে?
Dmudi বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে ডিলার পয়েন্ট স্থাপন করছে। আপনার এলাকায় যদি Dmudi ডিলার পয়েন্ট না থাকে তাহলে আপনি dmudi.com এ গিয়ে ডিলার রজিষ্ট্রেশন করতে পারেন।এবং dmudi.com এর যোগাযোগ বাটনে ক্লিক করে প্রদর্শিত ইমেইল ঠিকানায় ইমেইল করুন। dmudi.com থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।
Dmudi ডিলার পয়েন্ট নিতে কি কি Documents লাগবে?
Dmudi ডিলার হতে আপনার জাতীয় পরিচয়পত্র, এক কপি ছবি, ট্রেডলাইসেন্স, টিআইএন সনদ, ভ্যাট রেজিষ্ট্রেশন, ব্যাংক হিসাবের বিস্তারিত ও একটি মোবাইল নম্বর (নগদ/বিকাশ/রকেটসহ)লাগবে।
ইতিমধ্যে নিবন্ধন করেছেন? লগইন
ডিলার নিবন্ধন ফরম
- ২ দিনের ডেলিভারি
- ক্যাশ অন ডেলিভারি
- পরিশোধ পদ্ধতি