আগামী সপ্তাহে সারা দেশে বৃষ্টি হতে পারে


storage/app/Rain is likely across the country next week

যশোর: যশোরে তীব্র তাপপ্রবাহ চলছে। অতীতের সব রেকর্ড ভেঙে সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এর আগে, রোববার (২৮ এপ্রিল) যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এদিন শহরে খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে। তবে তীব্র তাপপ্রবাহে থেমে থাকেননি শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন।

শহর ও শহরতলীতে মাঠে ধান কাটা ও বহনে ব্যস্ততা যাচ্ছে এসব শ্রমজীবী মানুষদের। এছাড়াও ঘরের বাইরে তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে আসছেন জেলা সদর হাসপাতালে।

যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস সূত্র জানায়, সোমবার দুপুর ২টায় যশোরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘ